উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত
শাকিল খান | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৩, ২২:১৫
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুফতি জামাল নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১ এর ই ব্লকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, বৃহস্পতিবার সকালে ক্যাম্প-১১-এর ই-ব্লকে অজ্ঞাত তিন থেকে চার দুর্বৃত্ত জামালকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে আরসার সক্রিয় সদস্য ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।