শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : আবারও বিএনপি নেতা চাঁদ রিমান্ডে

শাকিল খান | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৩, ২২:০৮

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় করা নাশকতার মামলায় সরকারপক্ষ চাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে বিকালে পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করবো।’তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top