গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ে নিহত

শাকিল খান | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৩, ২২:২১

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ওই পরিবারের চার জন।

সোমবার (২১ আগস্ট) গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার বসতঘর লাগোয়া দোকান। মধ্যরাতে  হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি কে এম নজরুল ইসলাম জানান, তারা বাড়িতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। রবিবার রাতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে বের হতে না পারায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top