চট্টগ্রাম ষোলশহরে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু
শাকিল খান | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৩, ১৮:৪৩
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে এক ব্যক্তি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওই এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলো- বাবা মো. সোহেল (৩৫) ও তাঁর মেয়ে বিবি জান্নাত (৭)। সোহেল একটি মুদি দোকানে কাজ করতেন।
সকালে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করে। পরে তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক সোহেল ও জান্নাতে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানান, রবিবার সকালে পাহাড়ধসের ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়: চট্টগ্রাম ভারী বর্ষণ মৃত্যু আহত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।