ভারত থেকে এলো ১৯৫ টন ভাঙা পাথর
শাকিল খান | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৩, ১৯:২৪
দীর্ঘ দেড়মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৯৫ টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পাথরগুলো আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের নির্মাণকারী ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আমদানি করেছে। এর মধ্য দিয়ে আখাউড়া স্থলবন্দরটি আবারও চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
মো. সামাউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ৯টি ট্রাকে করে ১৯৫ টন ভাঙা পাথর এসেছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথর খালাস করবে।
গত বছরের নভেম্বরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ২ হাজার ৭০০ টন চুনাপাথর আমদানি করেছিল এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
বিষয়: ব্রাহ্মণবাড়িয়া পাথর ভারত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।