হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শনে গেলেন জাতিসংঘের সহকারী মহাসচিব, অত:পর কী হলো...
শাকিল খান | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫০
নোয়াখালী হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহকারী প্রশাসক কান্নি উইগনারাজা। রবিবার (১০ সেপ্টেম্ববার) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাস করা জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
এর আগে, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে হাতিয়ার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মাঠে অবতরণ করেন ।পরে পাশের একটি জেলেপল্লিতে গিয়ে জেলেদের জীবনমান সম্পর্কে ধারণা নেন। এ সময় তিনি জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জেলেরা তাঁকে জানায়, পেশায় ঝুঁকি ও বসবাসের স্থানটি দুর্যোগসহনীয় নয় ।
পরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রতিনিধিদলটি। মতবিনিময় সভায় জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, ‘আমরা এসেছি কিছু দেওয়ার জন্য নয়, আপনাদের জীবনযাত্রার মান সম্পর্কে জানার জন্য। কীভাবে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, তা নিয়ে আমরা কাজ করব আগামীতে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।