ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ যুবক, কী অপরাধে গ্রেপ্তার হয়েছিলো তারা? জেনে নিন...

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৯

ছবি: সংগৃহীত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৬ যুবক। রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

সাজাপ্রাপ্ত যুবকদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলায়। তারা হলেন- বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, এরা কাজের সন্ধানে ভারতের তামিলনাড় যায়, সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।

ভারতীয় আদালত তাদের ১ থেকে ৪ বছরের সাজা দেয়। সাজা শেষে তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে নিজ জিম্মায় বাড়ি ফিরে যাবেন।

যশোর বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, এরা কেউ কেউ পাচারের শিকার ও কেউ কেউ স্ব-ইচ্ছায় ভারতে অবস্থানের পর সেদেশের পুলিশের কাছে আটক হয়।

এরপর বাংলাদেশ উপ-হাইকমিশন কোলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন জেল থেকে সাজার মেয়াদ শেষে নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক বিশেষ ট্রাভেল পারমিট এর মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, পাচার হওয়া ও স্ব-ইচ্ছায় ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যারা পুলিশের হাতে আটক হয় তারা।

তাদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে আমরা সরকারের মাধ্যেমে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করি। তারই ধারাবাহিকতায় ১৬ বাংলাদেশি যুবক দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার অফিসিয়াল কার্যক্রম শেষে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top