শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭

শাকিল খান | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কার্যালয় থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭১ জন সরকারি এবং ৭৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ারে ডেঙ্গু নিয়ে ভর্তি হন চিত্তরঞ্জন পাল। ডেঙ্গুর পাশাপাশি তার অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর মারা যায় তিনি। ভোলা রাম দাশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৯ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হার্ট ফেইলর হয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) মারা যান তিনি।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ৭ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া চলতি সেপ্টেম্বরের গত ১৭ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৬৮ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ২৫ জন নারী এবং শিশু-কিশোর মিলিয়ে ২৪ জন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top