আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ
শাকিল খান | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।
বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার রিপা এন্টারপ্রাইজ ৫০ হাজার কেজি মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি মাছ ১০ ডলার দরে রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত মাছের মূল্য ৩২ হাজার ২৫০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৪৪ হাজার টাকা।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ৪৫ হাজার ৮০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।