মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

শাকিল খান | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে মিরসরাই থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন অভিযোগ করে জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে সমর্থক।

তিনি আরও জানান, ‘উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে আমার শান্তিপূর্ণ সমাবেশে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা কমিউনিটি সেন্টারের ফটকের বাইরে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় বের হওয়ার সময় বেশকিছু মহিলা কর্মীসহ নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। বর্তমানে আমরা জিম্মি, এখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলতে পারব না, রাজনীতি করতে পারব না, এটা কোনো যুগে বাস করছি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।’

এ ঘটনায় শামসুল আলম দিদার বলেন, ‘আমাদের মিরসরাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শান্তির জনপদ। এখানে রাজনীতি করতে হলে সাংগঠনিক উপজেলা ও ইউনিয়নের কমিটি রয়েছে। আগামী ৬ অক্টোবর মিরসরাইতে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সমাবেশের কর্মসূচি রয়েছে। এ সমাবেশ সফল করতে বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন মতবিনিময় সভা হচ্ছে। আমরা বিশৃঙ্খলা না করার জন্য গিয়াস উদ্দিনকে অনুরোধ করতে যাই। যেনো আগামী ৬ তারিখ পর্যন্ত কোনো সভা সমাবেশ না করে। তখন তার কিছু অনুসারী উত্তেজিত হয়ে তেড়ে এসে আমাদের ওপর হামলা করে। আমরা কারও ওপর হামলা করি নাই।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘আমরা খবর পাই একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ আসেনি থানায়।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top