ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

শাকিল খান | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৬

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও চারজন। এ সময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫)। আহতরা হচ্ছেন- একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা (৪৫) ও খুকি বেগম (৪৭) ।

স্থানীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দাসেরহাট বিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। তিন চাকার যানটি কাশিয়ানী থেকে মুকসুদপুরে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবু নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। মহাসড়কে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ মিনিটের মধ্যে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top