ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
শাকিল খান | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঘোপাল ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ছাগলনাইয়ার দক্ষিণ লাঙলমোড় গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের, একই গ্রামের ছালমা আক্তার। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি সিএনজি অটোরিকশা ইকবাল পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিকভাকে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।