আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার! অত:পর...
রায়হান রাজীব | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩, ১২:৫১
সাভারের আশুলিয়ায় একটি ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের (১২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামগড়া ফকিরবাড়ি মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের চার তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অন্তত তিন দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন— ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজা খোলা দেখতে পান ফ্ল্যাটের। পরে রুমে ঢুকে বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ দেখতে পান তারা। পরে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ওই ফ্ল্যাটের আরেক রুমে আরেকটি মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে এটি স্বামীর মরদেহ।
বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা প্রত্যক্ষদর্শী দিলদার হোসেন বলেন, আমি গার্মেন্টসে চাকরি করি। সন্ধ্যার পর বাসায় এসে দেখি বাসার সামনে ভিড়। পরে শুনতে পাই চারতলায় একটি ফ্ল্যাটে নাকি তিন জনকে খুন করেছে কেউ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার সাংবাদিকদের বলেন, একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এখনো কারণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত পরবর্তী সময় জানা যাবে।
বিষয়: হত্যাকাণ্ড সাভারের আশুলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।