মা-বাবা ও সন্তানকে হত্যা : গাজীপুর থেকে দম্পতি গ্রেপ্তার
শাকিল খান | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩, ১২:২৬
সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় ‘মূলহোতাদের’ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম।
সোমবার ( ২ অক্টোবর ) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। আজ মঙ্গলবার র্যাবের মিডিয়ায় সেন্টার থেকে বিস্তারিত জানানো হবে।
শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন– ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) এবং তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)।
বিষয়: সাভার আশুলিয়া হত্যা গ্রেপ্তার newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।