বিএসএফের গুলিতে বাংলাদেশি কলেজছাত্র আহত
শাকিল খান | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩, ১৯:২৭
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া সীমান্তের ২১৭৭ নম্বর সাব-পিলারের অদূরে এই ঘটনা ঘটে। গুলিতে আহত রাজন (১৭) উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে দোকান থেকে মোবাইল ফোনের আলো জ্বেলে বাড়ি ফেরার পথে বিএসএফ চোরাকারবারি সন্দেহে গুলি ছুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুলিতে আহত রাজনকে প্রথমে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, কিশোর রাজনের শরীরে শর্ট গানের গুলি হতে পারে জানিয়ে আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে খাজুরিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার ওমর ফারুক বিএসএফের গুলিতে কিশোর আহত হওয়ার বিষয়ে অবগত নয় বলে জানান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।