ছাগল পালন করে স্বাবলম্বী মো. ইউসুফ
শাকিল খান | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩, ১৫:৩০
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালপট্টি এলাকার বাসিন্দা মো. ইউসুফ ছাগল পালন করে লাখ টাকা উপার্জন করছে। এছাড়া তিনি বিএফআইডিসি, কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রে (এলপিসি) একজন মাস্টার মেকানিক পদে কর্মরত রয়েছেন।
মো. ইউসুফ জানান, আজ থেকে ৪ বছর আগে মাত্র ২ টি রাম ছাগল কিনে বাসার সামনে খামার করে পালন করা শুরু করেন তিনি। যেদিন প্রথম যে ছাগলটা কিনেন, সেইদিন ছাগলটার নাম রাখেন বুড়ি। এখন তাঁর খামারে মোট ৬২ টি বিভিন্ন জাতের ছাগল আছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকার মতো। এমনকি গত ৪ বছরে প্রায় ৩ লাখ টাকার উপর ছাগল বিক্রিও করেছেন তিনি।
তিনি আরোও জানান, খামার দেখাভালের জন্য মাসিক বেতনে ২ জন কর্মচারী রেখেছেন। সমাজের অনেক শিক্ষিত যুবক-যুবতী বেকার সময় নষ্ট না করে বা চাকরির পিছনে না ছুঁটে ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের পক্ষ থেকে তাঁর খামারের ছাগলগুলোকে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হয় বলে তিনি জানান।
এই বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী বলেন, তিনি আমাদের প্রাণিসম্পদের সফল উদ্যেক্তা। উক্ত সফল খামারি উদ্যোক্তার মত এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরাও এগিয়ে আসা দরকার। আমরা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা অব্যাহত রাখবো। আমরা চাই তাঁকে দেখে যেন তরুণরা ছাগল পালনে এগিয়ে আসে, স্বাবলম্বী হয়ে যেন বেকারত্ব থেকে মুক্তি পায়।
বিষয়: রাঙামাটি newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।