মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মাদারীপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১, ১৮:০০

মাদারীপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মাদারীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলা ১টার দিকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 
 
শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল। মাদারীপুর জেলা কমিটির সভাপতি মো. মিরাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
এসময় কয়েক শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 
এর আগে কেন্দ্রীয় নেতারা আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের মা’র কবর জিয়ারত করেন। 
 
এনএফ৭১/জেএস/২০২১



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top