বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শাকিল খান | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৬:০৫

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওসমান গনি’র মৃত্যুদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ওসমান গনির সঙ্গে বহু বছর আগে বিয়ে হয় একই জেলার সিংড়া উপলোর উত্তর খাজুরিয়া এলাকার রোকেয়া বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলেন ওসমান গনি। রোকেয়া বেগমের পরিবারের সদস্যরা যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে ২০১৩ সালের ২১ আগস্ট দিবাগত রাতে রোকেয়া বেগমের গলায় শাঁড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওসমান।

এ ঘটনায় পরের দিন নিহত রোকেয়া বেগমের বড় ভাই ফেলু বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top