লঞ্চের কেবিন ভাড়া করে খুন; ৪ বছর পর খুনের রহস্য উদ্ঘাটন
শাকিল খান | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৬:০৪
চার বছর আগে ঢাকার সদরঘাটে মিতালি-৭ লঞ্চের কেবিনে খুন হওয়া চাঞ্চল্যকর কুলেন নিলুফা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছে।
ঘটনার সাথে জড়িত ব্রুনাই প্রবাসী আসামী দেলোয়ার মিজি (৪৪) কে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা। গত ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামী দেলোয়ার মিকিং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মোল্লাবাড়ি নাসিরকোট গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।
পরিকল্পনা মোতাবেক আসামী দেলোয়ার মিজি এবং ভিকটিম লিলুফা ঘটনার দিন গত ২০১৯ সালের ১৬ ই জুন রাত অনুমান ১০.০০ সময় চাঁদপুর থেকে মিতালি-৭ লঞ্চের ৩য় তলার এস-৩০৯ নম্বর কেবিনে ওঠে। লঞ্চ ছাড়ার পর রাত অনুমান ১২.০০ টার দিকে সে বিয়ের প্রলোভন দেখিয়ে নিলুফাকে ধর্ষণ করে। রাত অনুমান ০১.৩০ টার দিকে বিয়ের কথা নিয়ে ভিকটিমের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সে ভিকটিমের গলা চেপে ধরে। পরে ভিকটিমের গলায় ওড়না পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে।
ভিকটিমের সাথে তার সম্পর্কের বিভিন্ন তথ্য-উপাত্ত ভিকটিমের মোবাইলে থাকায় সে ভিকটিমের সাথে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে গাবতলীতে তার আত্মীয়ের বাসায় চলে যায়। ঐ দিনই সে চাঁদপুরে নিজের বাড়িতে ফিরে আসে। আসামী আরো জানায়, ঘটনার ০৯ দিন পর ২৬ জুন ২০১৯ খ্রিঃ তারিখে সে ভিকটিমের মোবাইল ফোন দুটি নিয়ে ব্রুনাই চলে যায়।
আসামী দেলোয়ার মিজিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ঘটনার সাথে তার জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক। জবানবন্দী প্রদান করেন।
বিষয়: খুন হত্যাকান্ড রহস্য উদঘাটন newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।