হত্যা মামলায় সাক্ষী দেওয়ায় হামলা, আহত ১০
শাকিল খান | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১৭:২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় সাক্ষীর উপর হামলা চালানো হয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আর্দশ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাফিনুর মিয়া (৩৫), তছলিমা খাতুন (৪২), হেকিমা খাতুনকে (৫০) তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ঘাগটিয়া গ্রামে শহিদনুরের হত্যাকারীদের বিরুদ্ধে সাবিনুর মিয়া আদালতে সাক্ষী দেওয়ায় কারণে গতকাল সকালে তার বাড়িতে গিয়ে মোশাহিদ হোসেন রানু নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাবিনুর মিয়াসহ বাড়িতে থাকা ১০ জন গুরুত্বর আহত হন।
শহীদনুর হত্যা মামলার বাদী গোলাম নুর বলেন, আমার ভাইয়ের হত্যাকারীরা সাক্ষীদের ওপর হামলা চালিয়েছে কেন সাক্ষী দিল। শুধু তাই নয় মামলা তুলে নিতে বলেছে না হলে আমাকেও হত্যা করবে বলে হুমকি দেয় মোশাহিদ হোসেন রানুসহ তার লোকজন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
২০২০ সালের ৩ মার্চ সকাল সাড়ে ১১টায় উপজলোর বাদাঘাট ইউনিয়নরে ঘাগটিয়া গ্রামের পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে শহিদ নুর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শহিদ নুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
বিষয়: মামলা হামলা আহত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।