সিদ্ধিরগঞ্জে স্টিলমিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

শাকিল খান | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১৮:২২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিলমিলে গ্যাসের লাইন বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের সবাইকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শারমিন স্টিলমিল লিমিটেড নামের এক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন- জাকারিয়া (২২), শরিফুল (২৫), ইকবাল (২৬), মোজাম্মেল (৩০), ও সাইফুল (৩০)। দগ্ধ ব্যক্তিদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, রাতে তারা কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে ওই রুমের পাশে গ্যাসের লাইনে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই পাঁচজনের শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ  হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top