বান্দরবানে ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট
শাকিল খান | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ সাত দফা দাবিতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রাম কক্সবাজার ও চট্টগ্রাম বান্দরবান সড়কে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।
বুধবার সকাল থেকে বান্দরবান কেরানিরহাট চট্টগ্রাম ও বান্দরবান কক্সবাজার সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহনগুলোও বান্দরবান ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করছে। এ ছাড়া সড়কগুলোতে ট্যাক্সিসহ হালকা যানবাহন চলাচল করছে। তবে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।
এদিকে বান্দরবান শৈলশোভা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস চেয়ারম্যান জানান, আজকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। অবিলম্বে এ দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন দেওয়া হবে।
বিষয়: চট্টগ্রাম বান্দরবান ধর্মঘট newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।