কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত, দুজনের বাড়ি ফেনী

শাকিল খান | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩, ১৪:১০

ছবি : সংগৃহীত

কাতারে একটি গাড়ির গ্যারেজে আগুনের ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত অন্য দুজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

চলতি বছরের ১৪ জানুয়ারি কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন এবং আহত হন দুজন। কাতারের আল শামাল হাইওয়ে সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top