চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ঔষধের দোকান ও বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ২১:১৭

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ঔষধের দোকান ও বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুরে নজরুল মার্কেটের একটি ঔষধের দোকান ও পাশের একটি বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় ঔষধের দোকানে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাবার পর দ্রুত ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রবিউল ইসলামের ঔষধের দোকান এবং ফারুক হোসেন নামে একজনের বাড়িতে ব্যাপক ক্ষতি হয়।

টিম লিডার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুনে ফার্মেসির কয়েক লাখ টাকার ঔষধ পুড়ে যায়। কিছু উদ্ধার করা হয়েছে। বাড়িটিরও একাংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আরও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top