বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া : হানিফ
শাকিল খান | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘জনগণ ও দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি মানুষের ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। ভুল রাজনীতির কারণে তারা ধীরে ধীরে আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখন বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া।’
শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জঙ্গীবাদ ও দুর্নীতিগ্রস্থ দেশ বানিয়েছিলো। আর ক্ষমতার বাইরে থাকার সময়ও জনগণ বিচ্ছিন্ন হয়ে তারা জনগণ বিরোধী কার্মকাণ্ড করে যাচ্ছে। বিএনপি এখন নির্বাচন বানচালের জন্য আন্দোলনের নামে নতুন করে বাসে-ট্রেনে আগুন দিয়ে জানমালের ক্ষতি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, নির্বাচন যথা সময়ে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোন দল এলো না সেটা বিষয় না, সাধারণ ভোটাররা অংশ নিলেই সেটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।