গাজীপুরে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত ২
শাকিল খান | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট দুইজন নিহত হয়েছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আই এফ এল গার্মেন্টস এর নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- আয়নাল (৩৫) নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। অন্যজন হলেন-মো. আশরাফুল (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আই এফ এল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এ সময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শ লেগে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হয়। কারখানার অন্যরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: নিহত গাজীপুর জাতীয় পতাকা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।