কক্সবাজারে হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৩

শাকিল খান | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪১

ছবি: সংগৃহীত

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি কটেজ থেকে ১৩ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। 

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে হোটেল মোটেল জোন লাইটহাউস এলাকার এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতজন তরুণী এবং ছয় তরুণসহ ১৩ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তাদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না। পরিচয়পত্র ছাড়া হোটেলে আসা এসব তরুণ-তরুণীর কোনো বিপদ হলে সমস্যায় পড়তে হতো আমাদের। তাই তাদের আটক করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। আইডি কার্ড ছাড়া কেন কক্ষ ভাড়া দেওয়া হয়েছে সেজন্য হোটেল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top