ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

শাকিল খান | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৪, ১২:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে তীব্র শীতে ও শৈত্য প্রবাহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বঙ্গবন্ধু পূর্ব থানার পুলিশ কর্মকর্তারা জানান, ভোররাতে ঘন কুয়াশায় যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এ সময় চালকরা এলোমেলোভাবে গাড়ি নিয়ে একাধিক লেন তৈরি করে ফেলেন। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কাঁচামালবাহী ট্রাক চালকরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top