নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ৬
শাকিল খান | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৪, ১৪:৩৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড বাগপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১১), বোন জান্নাতি আক্তার (১৬), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩৫) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৪)।
জানা যায়, বাগপাড়া এলাকায় কেতা মিয়ার টিনশেড ভাড়াটিয়া বাসাটিতে নুর মোহাম্মদের স্ত্রী সুখী সপরিবারে ভাড়া থাকেন। ১৫-২০ দিন আগে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন।
তবে কি থেকে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। ধারণা করছেন, গ্যাস অথবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত।
এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রহিমাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রহিমার অবস্থা আশংকাজনক।
বিষয়: নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ড দগ্ধ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।