জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
কক্সবাজার থেকে | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ১৭:৪৭
কক্সবাজার সদর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
ঈদগাঁহ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম নিউজফ্ল্যাশ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়ার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম এবং তার মেয়ে জান্নাতুল ফেরদৌস।
ওসি আব্দুল হালিম বলেন, জমি নিয়ে দু’পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার রাতে আবুল কালামের পরিবারের লোকজন আজিজুল হকের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়।
প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে রাশেদা বেগম নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা জান্নাতুল ফেরদৌসকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান আব্দুল হালিম
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।