নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৫৬ গৃহহীন পরিবার
নেত্রকোনা থেকে | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ২১:৪৬
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা মদনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আধপাকা ঘর পাচ্ছেন ৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ইতিমধ্যেই উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫৬টি ঘরের নির্মাণ কাজ শেষ করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২০ জানুয়ারি) মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ নিউজফ্ল্যাশ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৩শে জানুয়ারি সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সরকারি খাস জমিতে নির্মাণ করা ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।
সে লক্ষ্যে নেত্রকোনার মদনেও ৫৬টি গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বুঝিয়ে দেবেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।