১০ মার্চ থেকে ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করবে সরকার
শাকিল খান | প্রকাশিত: ৫ মার্চ ২০২৪, ১৪:১১
রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ঢাকায় ৩০ স্থানে গরুর মাংস ৬০০ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
তিনি বলেন, গরুর মাংস ৬০০, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংসের কেজি ২৮০ টাকা দরে বিক্রি করা হবে। এ ছাড়া ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, ঢাকায় ৩০টি জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে এ ব্যাপারগুলো আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব। ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ব্রিফিংয়ে বলেন, মজুদবিরোধী অভিযান চালাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে সার্বিক সহযোগিতার মাধ্যমে এটি বাস্তবায়ন করেন তারা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।