উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরসার শীর্ষ কমান্ডারসহ আটক ৪

শাকিল খান | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৪:০৭

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক শীর্ষ কমান্ডারসহ আরসার ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প ২০ এ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। আরসার সন্ত্রাসীদের আস্তানা গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলে। র‍্যাবের অবস্থান টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।’

আরসার ৪ সন্ত্রাসীকে আটকের পর ভোরে রোহিঙ্গা ক্যাম্পে তাদের বিভিন্ন আস্তানায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top