মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজারে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৮৬৫ পরিবার
কক্সবাজার থেকে | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ২৩:০৬
কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে নতুন ঘর পাচ্ছে ৮৬৫ জন গৃহহীন পরিবার।
ইতিমধ্যেই ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। জানা গেছে, প্রথম দফায় আগামী শনিবার (২৩ জানুয়ারি) ৩০৩ জন উপকারভোগীর মধ্যে নতুন ঘর হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, যেসব ঘরের নির্মাণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে তা শনিবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করবেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা প্রমুখ।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।