মাদারীপুরে ১৪৬টি গৃহহীন পরিবার পেলেন বাসগৃহ
মাদারীপুর থেকে | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০০:১১
মুজিববর্ষ উপলক্ষে একজন মানুষ গৃহহীন থাকবে না প্রকল্পের মাধ্যমে মাদারীপুর জেলায় বরাদ্দ হয়েছে ৯ শ’ ৮৮টি ঘর।
শনিবার ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের মধ্যে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধনের পর মাদারীপুরের ১৪৬টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ২ শতাংশ জমিসহ মাদারীপুর সদর উপজেলায় ২৫টি, শিবচর ৫৮টি, কালকিনি ৩৫টি ও রাজৈরে ২৮টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মাদারীপুর পৌরসভার মেয়র মো.খালিদ হোসেন ইয়াদ।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।