গোপালগঞ্জে ৭৮৭টি গৃহহীন পরিবার পেলেন বাসগৃহ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০২:৪১
গোপালগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ উপজেলায় ৭৮৭টি গৃহ একযোগে বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা ৫ উপজেলায় এক যোগে এ ঘর বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চে ভিডিও কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক শাম্মি আক্তার, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগীরাসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে ৫ উপজেলার ভূমিহীন পরিবারের হাতে ঘরের চাবি, জমির পর্চাসহ বিভিন্ন কাগজ পত্র তুলে দেয়া হয়। জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটারীপাড়া উপজেলায়ও একই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় এসব গৃহ নির্মাণ করা হয়েছে। গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। গৃহহীনদের মধ্যে এসব ঘর বিতরণ শেষ হলে তারা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।