সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক, নিহত ৯
রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন। বুধবার বিকালে উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন। তবে তাদের অধিকাংশের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুর বলে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১৬ শ্রমিককে বহনকারী ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ছয় জন ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা আহত হন। তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, স্থানীয়ভাবে খবর নিয়ে জেনেছি যারা গাড়িতে ছিলেন সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উঁচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখনই ছয় জন মারা যান। বাকিরা আহত হয়েছেন।
আহত শ্রমিক লালন বলেন, উদয়পুরে একটি ব্রিজ নির্মাণের জন্য ড্রাম ট্রাকে করে যাচ্ছিলাম আমরা। বড় একটি পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে পাইলিং মেশিনসহ ১৬ জন ছিল। সবাই হতাহত হয়েছি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।