চন্দ্রগঞ্জে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক-অটোরিকশা খালে, নিহত ৪
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ মে ২০২৪, ১৮:৫০
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), একই জেলার আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫) ও সেনা সদস্য ফজলুল করিম (৫০)। নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থল পৌঁছে খাল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। বেগমগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ভোরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা লক্ষীপুর থেকে বেগমগঞ্জ যাচ্ছিল। অটোরিকশাটি বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক ও অটোরিকশাটি সড়ক থেকে ১৫ ফিট নিচে খালে পড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।