রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত তেঁতুলিয়ায়

সুজন হাসান | প্রকাশিত: ৮ মে ২০২৪, ১৩:৫৩

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘট পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)। জানা গেছে, রাতে তারা অবৈধভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল।

বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়৷ মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে ভারতীয় বিএসএফ ওই যুবকদের লাশ ভারতে নিয়ে যায়৷ জানা যায় তারা অবৈধ ভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল৷

১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, ভারতের অভ্যন্তরে দুই জন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা দরগাসিং এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএসএফ সদস্যরা ওই দুই যুবকের মরদেহ ভারতে নিয়ে যায়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top