বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সুজন হাসান | প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৯:৪৩
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে জেলা সদরসহ আশপাশের কয়েকটি ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আসপাশে অন্ধকার হয়ে যায়।
হাসপাতালে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী আতঙ্কে দ্রুত হাসপাতাল থেকে নিচে নেমে আসে। এ সময় বিদ্যুৎ ও জেনারেটর বন্ধ থাকায় নয়তলা বিশিষ্ট হাসপাতাল ভবন থেকে সিঁড়ি বেয়ে রোগীদের নিচে নামতে হুলুস্থুল বেঁধে যায়।
হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার জানান, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্টোররুমের তালা ভেঙে দক্ষতার সঙ্গে কাজ করে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার ও ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, স্টোররুমে আগুন লাগায় এবং দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবস্থা নেয়ায় আগুন অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে নিরুপণ করা সম্ভব হচ্ছে না জানিয়ে হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে গত এক মাসে এ নিয়ে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, হাসপাতালে সরু সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ বিষয়ে করণীয় নিয়ে উপরোক্তদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।
হাসপাতালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় চারপাশে অন্ধকার হয়ে যায়। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত জানা যায়নি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।