জীবন্ত প্রতীক দিয়ে প্রচারণা করায় চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

সুজন হাসান | প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১৪:০১

ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণা চালিয়ে ও আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ মে) বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে ফয়সাল দিদার দিপুকে এই জরিমানা করা হয়। 

শুক্রবার (১৭ মে) বিকেলে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার (দিপু) এ জরিমানা করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বেশ কয়েক দিন ধরে আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার জীবন্ত ঘোড়ার গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে পুলিশ নিয়ে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা প্রসঙ্গে প্রার্থী ফয়সাল দিদার দিপু বলেন, জরিমানা বিধি মোতাবেক হয়নি। এটি আক্রোশমূলক বলা চলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম জানান, এই উপজেলার নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রার্থী, কর্মী ও সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই প্রার্থীর জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।

উপজেলাটিতে ২১ মে নির্বাচন হবে। এর মধ্যে প্রার্থী, কর্মী ও সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড আক্রোশমূলক বলে দাবি প্রার্থী ফয়সাল দিদারের। জরিমানা বিধি মোতাবেক হয়নি বলে দাবি তাঁর।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top