মাদক ব্যবসায়ীদের দৌরাত্ন্যে অতিষ্ঠ ফতুল্লাবাসী
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১৯:৫৫
মাদকের বিরুদ্ধে সরকার বরাবরই কঠোর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর। তারপরও থেমে নেই মাদকের সরবরাহ। ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ ফতুল্লার শফিকুল ইসলাম ও নাহিদ হোসেন। পুলিশের নাকের ডগায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, শফিকুল ও নাহিদ সবাইকে ম্যানেজ করে মাদক বিক্রি করে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, প্রশাসনকে ম্যানেজ করেই মুসলিম নগর ফতুলায় একাদিক স্পটে প্রকাশ্যে মাদকদ্রব্য সাপ্লাই দিয়ে আসছে শফিকুল। জমজমাট মাদক ব্যবসার কারণে ফতুল্লায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, মদ, গাঁজা, বিয়ার, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক। সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট, পাড়া মহল্লায় নিরাপদে মাদক ফেরি করে বিক্রি করছে তারা।
এলাকাবাসীদের অভিযোগ, ফতুল্লা ইউনিয়নের কমপক্ষে ২৫-৩০টি স্পট রয়েছে, যেখানে ইয়াবার ফেনসিডিল, মদ, গাঁজা ও বিক্রি হচ্ছে। এই চক্রের অনেকেই প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকার অভিযোগ রয়েছে। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার উঠতি বয়সি তরুণদের সঙ্গে তরুণীরাও মরণনেশায় ঝুঁকে পড়েছে।
স্থানীয়রা জানান, ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলে সয়লাব হলেও এসব দেখার কেউ নেই। মাদক সেবনকারীদের উৎপাতে এলাকায় বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে কয়েকজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।