মিথ্যা মামলা ও মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুজন হাসান | প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৯:৩৪

ছবি: সংগৃহীত

গাজীপুর শ্রীপুরের মৃত মোশাররফ হোসেন সরকারের স্ত্রী পায়েল সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও পরিকল্পিত মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পায়েল সরকার।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪টায় নিজ বাসায় তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একটি মহলের ষড়যন্ত্রের শিকার। গত বুধবার দুপুরে আমার স্বামী মোশাররফ হোসেন সরকারের প্রথম স্ত্রী সেলিনা আক্তার আমার বিরুদ্ধে মাওনা চৌরাস্তায় একটি মানববন্ধন করেছে। সে মানববন্ধনে আমাকে নিয়ে নানা অশালীন বক্তব্য দেওয়া হয়েছে।যা মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ আনা হয়েছে। যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

আমার স্বামী মোশারফ হোসেন মারা যাওয়ার পর তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার জন্য সেলিনা বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছে। আমাকে বিভিন্ন কৌশলে হত্যা করতে ও চেয়েছে। আমি থানা এবং আদালতে মামলা করেছি। প্রত্যেকটি রিপোর্ট আমার পক্ষে এসেছে। এ জন্যই সেলিনা আমার বিরুদ্ধে এই মানহানিকর মানববন্ধন করেছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং প্রশাসনের কাছে দাবি জানাই এর সঠিক তদন্তের মাধ্যমে সেলিনাকে আইনের আওতায় আনা হোক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top