মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে মধ্যরাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

শাকিল খান | প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১২:০৬

ছবি: সংগৃহীত

দিনাজপুরে মধ্যরাতে ঝড়ে ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক শত ঘরবাড়ি। ভেঙে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।

গতকাল বুধবার রাত দেড়টার সময় জেলার সদর উপজেলা, চিরিরবন্দর,বিরল, কাহারোল ও খানসামা উপজেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে পাঁচ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান জানান, ভয়াবহ ঘূর্ণিঝড়ে জেলার ৫ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে পাঁচটি উপজেলায় প্রায় ১৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত ও ঘরের টিন উড়ে গেছে। প্রায় সাড়ে চার হাজার গাছপালা বিভিন্ন স্থানে উপড়ে গেছে। এছাড়া, ঝড়ে প্রায় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top