শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে ইউনিয়ন আ.লীগের সভাপতিকে কুপিয়ে আহত

নোয়াখালী থেকে | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ২২:১৮

নোয়াখালীতে ইউনিয়ন আ.লীগের সভাপতিকে কুপিয়ে আহত

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আ’লীগের সভাপতি আবুল হোসেন জমিদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে অজ্ঞাতপরিচয় মুখোশধারী ১০-১২ জনের একটি গ্রুপ।

রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ আক্রমণের ঘটনা ঘটেছে। এসময় আবুল হোসেনের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটুক্তির প্রতিবাদ সমাবেশে যোগ দিতে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে সে হামলার শিকার হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, ইউনিয়ন আ’লীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে এখনও ভুক্তভোগীর পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top