গাজীপুরে বাসে আগুন
সুজন হাসান | প্রকাশিত: ৪ জুন ২০২৪, ১৪:১৯
গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৩ জুন সোমবার রাত ৯টার দিকে জিএমপির বাসন থানা এলাকার কাশেম টেক্সটাইল মিলের সামনে যাত্রীবাহী তাকওয়া পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার খবরে যাত্রীবাহী তাকওয়া নামের বাসে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দিয়েছে।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বাসে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তাগামী তাকওয়া পরিবহন যাত্রীবাহী বাসটি এক পোশাক শ্রমিককে চাপা দিয়েছে বলে জানা যায়, এমন খবরে আসে পাশে থাকা জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বাসের ভিতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক আরও বলেন, বাস চাপার ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।