শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ২

চাঁদপুর থেকে | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ০০:৫৩

ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ২

একটি মামলায় চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কালিবাড়ী গুয়াখোলা রাস্তার মাথা গ্রেপ্তার করেছে পুলিশ।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান নিউজফ্ল্যাশ৭১ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনই ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশে রওনা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দুই নেতাকে গ্রেপ্তার করায় তাৎক্ষণিকভাবে ছাত্রদলের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top