আমতলীতে নগর সমন্বয়ের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

আমতলী থেকে | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ০২:১৬

আমতলীতে নগর সমন্বয়ের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

আমতলী পৌরসভা মিলনায়তনে টিএলসিসি (TLCC) গঠন ও পরিচালন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে আমতলী পৌরসভা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় এ প্রশিক্ষণের আয়োজন শুরু হয়েছে।

স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১১৫ ধারা মোতাবেক গঠিত পৌরসভা শহর লেবেল কো-অর্ডিনেশন কমিটির এর সম্মানিত আমতলী পৌরসভা সদস্যগণকে বিশ্বব্যাংকের সহায়তায় এমজিএসপি, মিউনিসিপাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট এর আওতায় মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট কর্তিক দুই দিনের সমন্বয় কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।

প্রশিক্ষণে নগর সমস্যা দূরীকরণে অর্থাৎ নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে যথাযোগ্য পদক্ষেপ যেমন রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতি,ড্রেন নালা নির্মাণ,সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সামাজিক সমস্যা ছাড়াও নাগরিকদের সমস্যা দূরীকরণে এই টিএলসিসি কমিটির সদস্যদের কে নিয়ে বিশেষ প্রশিক্ষণ হয়।

উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান (সভাপতি লেবেল কো-অর্ডিনেশন কমিটির( টিএলসিসি)। সচিব আবুল কালাম আজাদ (সদস্যসচিব টিএলসিসি) সকল ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা ওয়ার্ড কাউন্সিলরগন। এছাড়াও ওয়ার্ড টিএলসিসির সদস্য বৃন্দ। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এমজিএসপির(Municipal Governance & Services Project) সহকারী পরিচালক আবু মুহাম্মদ তারেক ও রেজাউর রহমান (কমিউনিটি মোবিলাইজেশন স্পেশালিস্ট)

প্রসঙ্গত, পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর কে সভাপতি করে ১০জন সদস্যকে নিয়ে একটি টিএলসিসি কমিটি গঠন হয় মূল কমিটিতে মেয়র মহোদয় সভাপতিত্বে ৪০ শতাংশ নারী কোটা বিদ্যমান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top