বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ জুন ২০২৪, ২২:৪৫
রাজশাহীর বাঘা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে উপজেলা দলিল লেখক সমিতির কতিপয় ব্যক্তির অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদের নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের বাঘা পৌরসভার মেয়রের গ্রুপ।
একই সময় স্থানীয় এমপির অনুসারীরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাঘা পৌর মেয়রের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। একই সময় সমাবেশ চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন পৌর মেয়রের গ্রুপ। এসময় ২ পক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গুরুতর আহত দুইজনকে রাসেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়: বাঘা আওয়ামী লীগ দুই গ্রুপের সংঘর্ষ আহত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।