শিবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তল-ম্যাগজিনসহ আটক অস্ত্র ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২৩:৪৭

আটক অস্ত্র ব্যবসায়ী

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় দুইটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

সোমবার (২৫ জানুয়ারী) রাত ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস-পুরান বাজার রাস্তার শশ্মানঘাটের সামনে থেকে পিস্তল-গুলিসহ ব্যবসায়ীকে আটক করা হয়।

সোমবার দিবাগত রাতে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত অস্ত্র ব্যবসায়ী জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. মনতাজ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম। পিস্তল, গুলি, ম্যাগজিন ছাড়াও এসময় তার কাছ থেকে একটি মুঠোফোন, একটি সীমকার্ড ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায়ের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।


এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top